নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে ভূমি বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে দুলাল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছে।

বুধবার দুপুরে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে উপজেলার চরপানা উল্যা গ্রামে পারিবারিক সম্পত্তি পরিমাপ শেষে চাষাবাদ করতে গেলে নিজ ভাতিজা আরিফের লাঠির আঘাতে আহত হন তিনি। নিহত দুলাল মিয়া ওই গ্রামের মৃত মোজ্জাফর আলীর ছেলে।

চরজব্বর থানার পুলিশ জানান, দীর্ঘ দিন যাবৎ চরপানা উল্যা গ্রামের গরু ব্যাপারী বাড়ির দুলাল মিয়া এবং তার বড় ভাই মহিউদ্দিনের সাথে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। বুধবার জায়গাজমি পরিমাপ শেষে চাষাবাদ করতে গেলে নিজ ভাতিজা আরিফের লাঠির আঘাতে খুন হন দুলাল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা শহরের একটি প্রাইভেট হাসপাতালে আনার পথে দুলাল মিয়া মারা যায়।

চরজব্বার থানার ওসি নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরিফ সহ অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(এস/এসপি/জানুয়ারি ০৯, ২০১৯)