সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মায়েল কোলে চড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল শারীরিক প্রতিবন্ধী অদম্য ছাত্র হৃদয় সরকার। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য তেমন কোন আর্থিক সুযোগ না থাকায় নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী তার পাশে দাঁড়ান।

হৃদয় সরকার কেন্দুয়া পৌরশহরের শান্তিবাগ মহল্লার জগদীশ সরকারের ছেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের কোলে চড়ে ভর্তি হতে যাচ্ছে প্রতিবন্ধী হৃদয় সরকার একটি ছবি ভাইরাল হয়ে গেলে বি.বি.সির জরিপে বিশ্বের ১০০ শ্রেষ্ঠ মায়ের মধ্যে ৮১ তম স্থান লাভ করে হৃদয় সরকারের মা সীমা সরকার।

এ বিষয়টি পুলিশ সুপার জয়দেব চৌধুরীর নজরে পড়লে গত ৮ জানুয়ারী বিকেলে নিজ কার্যালয়ে মা ও ছেলেকে নিয়ে সংবর্ধনা দেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আর্থিক সহায়তা তুলে দেন।

এ প্রসঙ্গে পুলিশ সুপার জয়দেব চৌধুরী মিডিয়া কর্মীদের বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই তাদেরকে এনে সম্মানিত করেছি। এজন্য আমরা পুলিশ প্রশাসন গর্ববোধ করছি। ভবিষ্যতে এই পরিবারটির পাশে থাকারও দায়বদ্ধতা থাকবে পুলিশ বিভাগের।

পুরষ্কার প্রাপ্ত হৃদয় সরকারের মা সীমা সরকার পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বুধবার তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এভাবে সমাজে সকল বিত্তশালী ও উচ্চ পদস্থ কর্মকর্তারা এগিয়ে আসলে পিছিয়েপড়া জনগোষ্ঠির অনেক উপকার হতো।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: শাহজাহান মিয়া, সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল প্রমুখ।

(এসবি/এসপি/জানুয়ারি ০৯, ২০১৯)