নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ২০১৮/২০১৯ ভুট্টা, সরিষা, চিনাবাদাম, বিটি বেগুন, বোরো ও পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন তিল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষি উপকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে কৃষি উপকরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার বিএম রাশেদুল আলম, উপ-সহকারী কৃষি অফিসার মো. আজমল হোসেন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসা. জিয়াছমিন আক্তার জোৎস্না প্রমুখ।

এসময় উপজেলার ইউপি চেয়াম্যানসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কৃষ উপকরন বিতরণ শেষে প্রধান অতিথি উপজেলা মাসিক সভায় অংশ গ্রহণ করেন।

(আরএসআর/এসপি/জানুয়ারি ১০, ২০১৯)