রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশ ক্লাসের শুভ উদ্ভোধন ও নবীণ বরন অনুষ্ঠিত হয়েছে।

মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে বৃহস্পতিবার সকাল ১১টায় এ উপলক্ষ্যে শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডাঃ মোঃ আব্দুল ওয়াকিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট বাকি বিল্লাহ, সহ-সভাপতি আতিকুর রহমান ছানা,গণপুর্তের নির্বাহী প্রকৌশলী ফয়সল হালিম, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ সিরাজুল ইসলাম, বাইওকেমেষ্ট্রির বিভাগীয় প্রধান ডাঃ উৎপল কুমার পাল, প্রবীন সাংবাদিক এ কেকেএম মাহমুদুল হাসান দারা, ভাষা সৈনিক কয়েস উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আফম জাফর ইকবাল জাফু, ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ, ৫ম ব্যাচের ছাত্র জুবাইর জাজা প্রমুখ।

এই অনুষ্ঠানে ভাষা সৈনিক কয়েস উদ্দিন উপস্থিত হয়ে এই মেডিকেল কলেজের শিক্ষার্থীদের গবেষনার কাজে মৃত্যুর পর তাঁর মরদেহ দান করেন।

৫ম ব্যাচের নবীণ শিক্ষার্থীদের বরন করে নেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(আরআর/এসপি/জানুয়ারি ১০, ২০১৯)