জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : নির্বাচন ও নির্বাচনোত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, নির্যাতন, হুমকি ধামকির প্রতিবাদে বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কাশ্যপ কল্যাণ পরিষদ, ছাত্রযুব ঐক্য পরিষদ ও জকিগঞ্জ সনাতন কল্যাণ সোসাইটি উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেলসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছে। 

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন নির্বাচনের দিন বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। নির্বাচন পরবর্তীতেও বিভিন্ন প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতির অভিযোগ করেন তারা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জের সভাপতি বিভাকর দেশমূখ্য, সাধারন সম্পাদক সুমিত রায়, পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জের সভাপতি সঞ্জয় নাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস, ছাত্রযুব ঐক্য পরিষদ সভাপতি ভোলন দেব, সাধারণ সম্পাদক নির্মল রায়, সনাতন কল্যাণ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি সুরঞ্জন মল্লিক প্রমুখ।

জকিগঞ্জের ইউএনও বিজন কুমান সিংহ ও অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল সুদীপ্ত রায় এসব ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

(এসপি/এসপি/জানুয়ারি ১০, ২০১৯)