বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচারকালে পাঁচ শিশুকে উদ্ধার ও পাচারকারী এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার রাতে শার্শার নাভারন মোড় থেকে ওই শিশুদেরকে উদ্ধার করা হয়। এ সময় শিশু পাচারকারী রেক্সোনা খাতুনকে আটক করা হয়।

পাচারকারী রেক্সোনা বেনাপোলের ভবেরবেড় গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী।

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, পাচারকারী রেক্সোনা শিশুদেরকে ভারতে পাচার করার উদ্দেশ্যে বেনাপোল থেকে সাতক্ষীরা নিয়ে যাওয়ার জন্য ওদেরকে ফুসলিয়ে শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে নিয়ে আসে।

রাতে তাদের সাতক্ষীরাগামী বাসে ওঠানোর সময় শিশুরা কান্নাকাটি শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পাচারকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

উদ্ধার হওয়া শিশুরা হচ্ছে, বেনাপোলের বড়আচড়া ট্রার্মিনাল পাড়া এলাকার আনসার আলীর ছেলে রানা (৮) ও মুন্না (৬),মফিজুর রহমানের ছেলে মামুন(৯),আব্দুস সোবহানের ছেলে সুমন (৮) ও হাসান (৭)। শিশুদেরকে বেনাপোল পোর্ট থানা হেফাজতে রাখা হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় নারী শিশু পাচারকারীর অভিযোগে মামলা হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ২১, ২০১৪)