টাঙ্গাইল প্রতিনিধি : উত্তরবঙ্গের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতুর উপর হঠাৎ করে রড বোঝাই একটি ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় দেড় ঘন্টা বন্ধ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতূপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, বঙ্গবন্ধু সেতুর ৩৭ নং পিলারের নিকট উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে হঠাৎ আগুন ধরে যায়। আগুন লাগার সাথে সাথে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানী ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে সেতু দিয়ে প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ ছিল। আগুন লাগা ট্রাকটি সরিয়ে নেয়ায় দুপুর ১টার পর সেতু দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

(আরকেপি/এসপি/জানুয়ারি ১১, ২০১৯)