কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার সকালে ক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। 

কমিটির সভাপতি হিসেবে দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি কাঞ্চন কুমার হালদার (দৈনিক ভোরের পাতা) ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ভোরের ডাকের সংবাদদাতা রাশেদুজ্জামান রিমন পুনরায় নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মারফত আফ্রিদী (দৈনিক মানবজমিন), অর্থ-সম্পাদক মজিদ জোয়ার্দ্দার (দৈনিক হিসনাবানী), প্রচার সম্পাদক আহসান হাবীব উজ্জলন (দৈনিক আরশীনগর), দপ্তর সম্পাদক ফিরোজ আহাম্মেদ (দৈনিক আজকের সূত্রপাত), নির্বাহী সদস্য বাবলু রঞ্জন বিশ্বাস (দৈনিক গ্রামের কাগজ) ও আছাদুর রহমান বাবু (দৈনিক নয়াদিগন্ত)। এ সময়ে ক্লাবের সদস্য হুমায়ূন কবির হিমু, সোহল রানা, অধ্যাপক আব্দস সালাম, জমির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ। নির্বাচন পর্যবেক্ষণ করেন মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা বেনজীর আহমেদ, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মনোজ কুমার ইন্দ্র, জাইকার প্রতিনিধি উত্তম কুমার বিশ্বাস। আইন-শৃংখলার দায়িত্বে ছিলেন মিরপুর থানার এএসআই আনোয়ার হোসেন।

(কেকে/এসপি/জানুয়ারি ১১, ২০১৯)