রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বাড়ীর ৮টি ঘরসহ প্রায় ৫লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ জানুয়ারি) রাতে উপজেলার চাকিরপশার ইউনিয়নের চকনাককাটি গ্রামে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানান, ওই গ্রামের তহির উদ্দিনের বাড়ীর একটি ঘরে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পায়। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় পুরো বাড়ী প্রজ্বলিত হয়ে উঠে। বাড়ীর লোকজনের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। খনিকের মধ্যে প্রতিবেশী মহির উদ্দিন ও দেলবর আলীর বাড়িতে আগুন লেগে যায়। এতে ৩টি পরিবারের ৮টি টিনের ঘর, ২০মন ধান-চাল, আসবাবপত্রসহ নগদ ১০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। মোট ৫লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়েছে। খবর পেয়ে কুড়িগ্রাম থেকে অগ্নি নির্বাপন এসে এলাকাবাসীর সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।

ক্ষতিগ্রস্থ তহির উদ্দিনের পরিবার জানান, বৈদ্যুতিক সর্ট শার্কিটের কারণে তহিরের বাড়ীতে আগুন লাগতে পারে। বর্তমানে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নীচে দিনাতিপাত করছে। বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ সরোওয়ার্দ্দী বাপ্পী নিশ্চিত করেছেন।

(পিএমএস/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)