গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে যত্রতত্র ভূ-গর্ভস্থ বালু উত্তোলন বন্ধ করে বসতবাড়ি, মহাসড়ক, ব্রীজ, সরকারি- বেসরকারি স্থাপনা, কৃষিজমি ধ্বংসের হাত থেকে রক্ষার দাবীতে শনিবার সকালে সচেতন এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপি এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

গোবিন্দগঞ্জ শহরের চতুরঙ্গ মোড়ে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, ওয়ার্কাস পার্টির সভাপতি এম এ মতিন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আশাদুজ্জামান হিরু, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী, যুবলীগ নেতা নুরুন্নবী সরকার নান্নু, সাপামারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য আফাস আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জ উপজেলায় কাটাখালী নদীসহ প্রায় শতাধিক স্থানে মেশিন দিয়ে অবৈধভাবে ভূ-গর্ভস্থ বালু উত্তোলন করা হলেও প্রশাসন রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে। এতে বসতবাড়ি, ব্রীজ, মহাসড়ক, সরকারি-বেসরকারি স্থাপনাসহ বিপুল পরিমাণ কৃষিজমি হুমকীর সন্মুখীন হয়ে পড়ছে। তাই অবিলম্বে এ সকল অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি তারা জোর দাবি জানান ।

(এসআরডি/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)