আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় আবহাওয়া জনিত সমস্যা ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তি ছাড়াও প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগে অন্তত ৫০জন রেগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারী থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিনে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে বাগধা গ্রামের নিজামুল ইসলামের সাড়ে ছয় বছরের মেয়ে নাবিলা আক্তার ও ছয় মাসের মেয়ে নাজিয়া, নগরবাড়ি গ্রামের মোহন সরদারের এক বছরের ছেলে সিয়াম সরদার, বান্ধাবাড়ি গ্রামের আমীন শেখের দেড় বছরের ছেলে দীন ইসলাম, উত্তর শিহিপাশা গ্রামের মোসলেম হোসেনের ছেলে আকবর হোসেন (৫৫), বাশাইল গ্রামের মকবুল খানের ছেলে কালাম খান (৪০), পূর্ব সুজনকাঠি গ্রামের মনির মোল্লার এক বছরের ছেলে মুয়াজ, চক্রিবাড়ি গ্রামের কাইউম হাওলাদারের নয় মাসের ছেলে রুহাত হাওলাদার, ওই গ্রামের কমিন হাওলাদারের এক বছরের ছেলে কাওসার, গৈলা গ্রামের সৈয়দ ফজলুল হকের স্ত্রী বুলবুলী বেগম (৯০), সাতলা গ্রামের প্রদীপ বিশ্বাসের তের মাসের ছেলে বিকাশ বিশ্বাসসহ অন্তত ১৫জন রাগী হাসপাতালে ভর্তি হয়েছে।

ঠান্ডাজনিত আবহাওয়ার কারণে গৈলা গ্রামের বেল্লাল হাসানের ছয় বছরের মেয়ে আলিফা, আস্কর গ্রামের প্রদীপ বাড়ৈর দেড় বছরের মেয়ে মলিনা বাড়ৈ, সুরেশ মজুমদারের সতের মাসের মেয়ে সূর্য মজুমদার ও গৌরনদীর সঞ্জয় ফটিকের সাড়ে নয় মাসের মেয়ে বৈশাখীসহ অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও প্রতিদিন হাসপাতালের বহিঃবিভাগে অন্তত ৫০জন রোগীকে চিকিৎসা দিচ্ছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

এ ব্যাপারে সদ্য যোগদানকারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম জানান, আবহাওয়া জনিত কারনেই অধিকাংশ শিশু ও বয়োবৃদ্ধরা এখন আক্রান্ত হচ্ছেন। তবে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসলে এসকল রোগে আক্রান্ত হবার সম্বাবনা নেই। এজন্য সবাইকে সচেতন হবারও আহ্বান জানান তিনি।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)