মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার টেকেরহাট প্রতিনিধি খোন্দকার আব্দুল মতিন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে স্বর্বস্ব খুইয়েছেন।তিনি বর্তমানে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসক জানিয়েছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকার যাত্রাবাড়ী থেকে মাদারীপুরে আসার জন্য গ্রেট বিক্রমপুর পরিবহনে উঠে। বাসের মধ্যে দুবৃর্ত্তরা তাকে নেশা জাতীয় দ্রব্য খাওয়ায়ে তার কাছ থেকে ৩০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও অন্যান্য মালামাল নিয়ে যায়।গ্রেট বিক্রমপুর পরিবহনের গাড়িটি শিমুলিয়া ঘাটে আসার পর তাকে অচেতন অবস্থায় নামিয়ে রাখা হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে শুক্রবার রাত ৯টার দিকে মাদারীপুরের রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়।তার অবস্থা আশঙ্কামুক্ত।

রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, তিনি হাসপাতালে সাংবাদিককে দেখতে যান। এ সময় তিনি বলেন, অপরাধীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

(এস/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)