স্টাফ রিপোর্টার : ক্ষমতাসীনরা বিচারবিভাগ ও বিচারপতিদের শিরচ্ছেদ করার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিচারপতিদের অবিসংশন ক্ষমতা হাইকোর্টের কাছ থেকে সংসদের কাছে নেওয়া হলে দেশের গুম ও খুনের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিচারপতি অপসারণ প্রক্রিয়া এবং বিচার বিভাগ’ শীর্ষক গোলটেবিল সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ডেমোক্রেটিক মুভমেন্ট এ গোলটেবিল সেমিনারের আয়োজন করে।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একটি গোপন বৈঠক হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, ৫ জানুয়ারির নির্বাচন সংবিধান রক্ষার নির্বাচন। এই নির্বাচনের পর আরও একটি নির্বাচন দেওয়া হবে।

কিন্তু বিএনপি নেতারা বৈঠকের সিদ্ধান্তের কথা জনগণকে জানাননি। যদি জানাতেন তাহলে ক্ষমতাসীনদের আজ আসামির কাঠগড়ায় দাঁড় করানো যেত।

৫ জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেই প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।

আয়োজক সংগঠনের উপদেষ্টা শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে গোলটেবিল সেমিনারে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমদ আযম খান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ২১, ২০১৪)