আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : পরস্পরের সাহায্য ও সহযোগীর আশ্বাসের মধ্য দিয়ে আগৈলঝাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করলেন উপজেলা নবাগত স্বাস্থ্য কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম।

শনিবার দুপুরে ৫০ শয্যার উপজেলা হাসপাতালে সদ্য যোগদানকারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মনিরুল ইসলাম তার অফিস কক্ষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় ডা. একেএম মনিরুল ইসলাম বলেন, সরকারের ইচ্ছানুযায়ি জনগনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সকলের কাছে স্বাস্থ্যসেবা জনগনের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি হাসপাতালের বিচিৎসক, কর্মচারীসহ ঔষধ কোম্পানী বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তার অবস্থানের কথা সাংবাদিকদের জানান। এসময় বিভিন্ন অনিয়ম রুখতে সাংবাদিকদের সাহায্য ও সহযোগীতা কামনা করেন তিনি।

সাংবাদিকরা হাসাতালে সাধারণ জনগনের স্বাস্থ্য সেবার অন্তরায় দিকসমূহ তাকে অবহিত করে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অনুরোধ জানিয়ে তার নেয়া জনস্বার্থে সকল ভাল কাজে সর্বাত্মক সাহায্য ও সহয়োগীতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মত বিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, যুগ্ম সম্পাদক ওমর আলী সানী, সাবেক সভাপতি সরদার হারুন রানা, সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক জাহিদুল ইসলাম, স্বপন দাস, নাজমুল রিপন, পলাশ দত্ত, মারুফ মোল্লাসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)