স্টাফ রিপোর্টার : তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঈদের আগেই ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে তারা বলেন, তাজরীন ফ্যাশনসে ভয়াবহ আগুন সেই রাতে নিভে গেলেও শ্রমিকদের জীবনে সে আগুন এখনও জ্বলছে। শ্রমিক আমেনা বেগম জীবন বাঁচানোর জন্য সেই রাতে কারখানার চার তলা থেকে লাফ দিয়ে বেঁচে থাকলেও আজ সে মৃত্যুর পথযাত্রী। আমেনা বেগমের মত দিন এভাবেই অযত্ন অবহেলায় দিন কাটাচ্ছে আহত শ্রমিকেরা।

ঘটনার দিন রাতে অনেক শ্রমিক ভবনের জানালা দিয়ে লাফ দিয়ে অনেকের হাত পা ভেঙ্গে গেছে। এ সব শ্রমিকদের হাসপাতালের খরচ তাৎক্ষণিক বিজিএমইএ বহন করলেও বর্তমানে তাদের চিকিৎসার খরচ বিজিএমইএ বা সরকার কেউ বহন করছে না বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যেরা।

তারা আরো বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে আহত শ্রমিকদের যে আর্থিক সহাযোগিতা দেওয়ার কথা ছিলো সেই টাকা তারা এখনো দেয়নি।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আরও উপস্থিত ছিলেন মনিরুল রহমান, শহিদুল ইসলাম,সাদিয়া রহমান প্রমুখ।

(ওএস/এটিআর/জুলাই ২১, ২০১৪)