রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেংজানী নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যক্তি আটক।

আটককৃতরা হলো কালিহাতী থানার ইছাপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে আবুবকর (৪৫) এবং ঘাটাইল উপজেলার ফরহাদ মিয়ার ছেলে মনির হোসেন (২৪)। রোববার (১৩ জানুয়ারি) দুপুরে এলেংজানী নদীতে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাফিজা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমান অভিযান চালানো হয়।

জানা যায়, এলেংজানী নদীতে প্রভাবশালী যুবলীগ নেতা শাহ আলম মোল্লার নেতৃত্বে নদীর তলদেশ থেকে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। প্রভাবশালী হওয়ায় এলাকায় তার বিরুদ্ধে কেউ অভিযোগ করতে সাহস পায় না।

এ ব্যাপারে কালিহাতী থানার সহকারী কমিশনার (ভূমি) নাফিজা আক্তার জানান, অবৈধ বালু মহলে গিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ ব্যক্তিকে আটক করা হয় এবং অবৈধ বাংলা ড্রেজারের পাইপ ও ভেকু গাড়ি ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(আরকেপি/এসপি/জানুয়ারি ১৩, ২০১৯)