রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘নিজের রক্তের গ্রুপ জানি, আমার গ্রুপের বন্ধুদের চিনি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার প্রাথমিকের শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় শেষে ব্লাড গ্রুপ ক্লাব সংগঠনের উদ্বোধন করা হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ এসএম আমিনুল ইসলাম, এডিএম জিলুফা সুলতানা, জেলা শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন- রাজারহাট সরকারী এম আই কলেজের অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ আহসান হাবীব নীলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আব্দুস ছালাম মাষ্টার, চাকিরপশার ইউপি চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দ্দী বাপ্পী, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শহিদুল্লাহ্, উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান, প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া জেলা প্রশাসক রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে সাবেক গণপরিষদ সদস্য মরহুম আব্দুল্লাহ্ সোহরাওয়ার্দ্দী অডিটোরিয়ামের উদ্বোধন করেন।

এদিকে রাজারহাট সরকারী মীর ইসমাইল হোসেন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন।

(পিএমএস/এসপি/জানুয়ারি ১৩, ২০১৯)