স্পোর্টস ডেস্ক : চলতি আসরের ১৪তম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। আগের ম্যাচের মতো এ ম্যাচেও কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন ইমরুল কায়েস।

এখনো পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে দুই দলই। আসরের উদ্বোধনী ম্যাচে জয় পাওয়া চিটাগংয়ের জয় সংখ্যা দুই। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া কুমিল্লার জয়ও দুই ম্যাচেই। এ ম্যাচের জয়ী দল এগিয়ে যাবে অন্য দলের থেকে।

এ ম্যাচে বিদেশী কোটায় কুমিল্লার হয়ে নামছেন এভিন লুইস, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি এবং থিসারা পেরেরা। অন্যদিকে চিটাগংয়ের চার বিদেশী হলো মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, রবি ফ্রাইলিংক এবং নাজিবুল্লাহ জাদরান।

চিটাগং একাদশ:

মোহাম্মদ শাহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, রবি ফ্রাইলিং, সানজামুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, খালেদ আহমেদ, ইয়াসির আলি এবং নাজিবুল্লাহ জাদরান।

কুমিল্লা একাদশ:

ইমরুল কায়েস, তামিম ইকবাল, এভিন লুইস, এনামুল হক, মোহাম্মদ সাইফউদ্দীন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মেহেদি হাসান, লিয়াম ডসন, শহীদ আফ্রিদি এবং থিসারা পেরেরা।

(ওএস/এসপি/জানুয়ারি ১৩, ২০১৯)