সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনা-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়ে বলেছেন, মাদক, দুর্নীতির সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেয়া হবে না। মাদক দেশের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এই মাদক ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা সরকারি দলের ছত্রছায়ায় এমনকি সরকারি দলের লোক পরিচয়েও মাদক ব্যবসা চালিয়ে যায়। তিনি তার নিজের দলের হলেও মাদক ব্যবসার সঙ্গে কোন আপোস করবেন না। এ ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছেন। এছাড়া দুর্নীতির সাথে যেসব কর্মকর্তা বা ব্যবসায়ী জড়িত তাদেরকেও রেহাই দেয়া হবে না।

শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, সময় মতো স্কুলে না গিয়ে পুরোপুরি বেতন নেবেন তাও হবে না। চিকিৎসক যারা আছেন মাসে চারদিন বা পাঁচদিন পুরো মাসের বেতন নেবেন তাও হতে দেয়া হবে না।

অসীম কুমার উকিল বলেন, মাদক মুক্ত দূর্ণীতি মুক্ত জুয়া ও জঙ্গি মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গঠন করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা আগামীর সুন্দর একটি বাংলাদেশের জন্য সকলে মিলেই প্রধানমন্ত্রীর সেই ইচ্ছাকে পূরণ করতে সকলের কাছেই সহযোগিতা চাই।

রবিবার কেন্দুয়া উপজেলা পরিষদ মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, স্কুলে ক্লাস না করে ছাত্র ছাত্রীদের নিয়ে লাইন ধরিয়ে আমাকে ফুলের তোরা দেয়ার চেষ্টা করবেন না। আমার কোন ফুলের দরকার নেই সংবর্ধনারও দরকার নেই। আমি চাই একটি সুন্দর ও আদর্শ মডেল উপজেলা গড়ে তুলতে।

(এসবি/এসপি/জানুয়ারি ১৩, ২০১৯)