গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে কলেজ ছাত্র হিমায়েত উল আকিকের বুদ্ধিমত্তায় কুমিল্লা থেকে অপহৃত শিশু মেহেদী হাসান মিরান (৬) কে উদ্ধার এবং রবিউল ইসলাম নাহিদ (১৫) ও মাসুদ রানা (১৬) নামক ২ অপহরণকারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের গৌরীপুর জিআরপি থানার পুলিশ।

রবিবার (১৩ জানুয়ারী) দুপুরে ভৈরবগামী ঈশাখাঁ এক্সপ্রেস ট্রেন থেকে গৌরীপুর রেলওয়ে স্টেশনে তাদেরকে আটক করা হয়। অপহৃত মিরান কুমিল্লা সদর উপজেলার টমসন ব্রিজ সংলগ্ন মানহাবিল্লাহ এলাকার সৌদি প্রবাসী তোফায়েত খান ও গৃহিনী নুসরাত জাহানের ছেলে। সে ওইখানকার স্থানীয় একটি কিন্ডারগার্ডেনে কেজি শ্রেণি ছাত্র।

অপহরণকারীদের বাড়ি কুমিল্লা উপজেলায়। তবে গ্রেফতারকৃত দুই কিশোর অপহরণের অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা মিরানদের বাড়িতে ভাড়া থাকি। তাকে নিয়ে বেড়াতে বের হয়েছিলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে কলেজ শিক্ষার্থী আকিক ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ঈশা খাঁন এক্সপ্রেস ট্রেনযোগে গৌরীপুর আসছিল। এসময় ট্রেনের বগিতে দুইজন কিশোর ছেলে একটি শিশু বাচ্চাকে নিয়ে বসে ছিলো। কিন্তু তাদের আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় আকিক সহ অন্যান্য ট্রেনযাত্রীরা দুই কিশোরের পরিচয় ও গন্তব্য জানতে চায়। এসময় তাদের কথা-বার্তায় গড়মিল দেখা দিলে যাত্রীরা দুই কিশোর অপহরণকারী হিসাবে সন্দেহ করে গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সোপর্দ করে।

হিমায়েত উল আকিক বলেন, আমি কলেজের ক্লাস শেষে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে ট্রেন যোগে নিজ বাড়ি গৌরীপুর আসছিলাম। ট্রেনের বগিতে শিশু বাচ্চা সহ দুই কিশোর ছেলের কথাবার্তা ও আচরণ আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছিলো। পরে ট্রেনযাত্রীদের সহযোগিতায় তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করি।

অপরদিকে মিরানের মা নুসরাত জাহান মুঠোফোনে জানান, রোববার মিরানকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করা হয়। পুলিশ আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা ছেলেকে নিতে ময়মনসিংহ রওনা হয়েছি।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজ শিক্ষার্থী আকিক সহ অন্যান্য ট্রেনযাত্রীদের অভিযোগ পেয়ে শিশু মিরানকে উদ্ধার করা হয়েছে। আমরা শিশুটির পরিবারের সাথে যোগাযোগ করেছি। ঘটনা তদন্ত করে গ্রেফতারকৃত দুই কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(এসআইএম/এসপি/জানুয়ারি ১৩, ২০১৯)