ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : দ্বিতীয় পর্যায়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম পরিচলনার জন্য সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদে অবহিতকরণ ও পরিকল্পনা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার অফিসের আয়োজেন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আহাম্মদ হোসেন ভূইয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসমা বেগমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, ডাঃ আব্দুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মাহমুদা বেগম, ওসি (তদন্ত) শামসুল আলম। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আগামী ১৯ শে জানুয়ারী দ্বিতীয় পর্যায়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে সচেতনাতা তৈরী এবং ব্যাপক প্রচারণার ব্যবস্থা গ্রহনের জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

(এসকেকে/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)