নওগাঁ প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে গলা কাটা অজ্ঞাত মহিলা লাশের পরিচয় মিলেছে। সেই সাথে পুলিশ এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে ২ জনকে গ্রেফতার করেছে। নিহত জুলেখা খাতুন (৩০) নওগাঁ সদর উপজেলার গোপাই গ্রামের মানিক প্রামানিকের মেয়ে। 

গ্রেফতারকৃতরা হলো, নিহত জুলেখা খাতুনের স্বামী মান্দা উপজেলার চকবালু গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত নুরুল রাজাকারের ছেলে মোজাম্মেল হক (৫২)।

থানা সূত্রে জানা গেছে, শনিবার দিনগত রাতে মৃত জুলেখার বাবা মানিক প্রামানিক বিভিন্ন পত্রিকায় ছবিসহ প্রকাশিত সংবাদের ভিত্তিতে আত্রাই থানায় এসে ছবি ও পরনের কাপড় দেখে তার মেয়েকে সনাক্ত করেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার দুপুরে আত্রাই থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ নওগাঁর মান্দা উপজেলায় অভিযান চালিয়ে চকবালু গ্রামের জনাব আলীর ছেলে বেলাল হোসেন (৩২) ও একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (৬৫) কে গ্রেফতার করেন।

জানা গেছে, গত ২০ ডিসেম্বর জুলেখা খাতুনের (৩০) গলা কাটা লাশ উপজেলার কালিকাপুর ইউনিয়নের বড়কালিকাপুর গ্রামের ৩নং ব্রিজের পার্শ্বে ডোবায় পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে হত্যা মামলা রজু করে।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ মোবারক হোসেন বলেন, নিহত জুলেখা খাতুনের স্বামী বেলাল হোসেন ও মোজাম্মেল হক নামে দুইজনকে এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাদের নওগাঁ আদালতে সোপর্দ করা হয়েছে।

(বিএম/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)