কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদর বাজারে আজ সোমবার ভ্রাম্যমাণ আদালত চারটি মিস্টির দোকানে অভিযান চালিয়ে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুরের সহকারী পরিচালক লিনা বেগম এ আদালত পরিচালনা করেন।

লিনা বেগম জানান, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়, মোড়কে মূল্য তালিকা ও মেয়াদ উল্লেখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরী ও পরিবেশনের জন্য চারটি মিস্টির দোকানের মালিককে নগদ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা হলো মুসলিম সুইট মিটের স্বত্তাধিকারী খোরশেদ আলমকে ১০ হাজার টাকা, পলাশ মিষ্টান্ন ঘরের স্বত্তাধিকারী প্রদীপ দাসকে ১০ হাজার টাকা, সুপার স্টার সুইটমিটের স্বত্তাধিকারী সপন সাহাকে ১০ হাজার টাকা ও উৎসব মিষ্টান্ন সপের স্বত্তাধিকারী উজ্জ্বল সাহাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাঁচ সদস্যের বিশেষ পুলিশের একটি দল এ সময় ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।

(এসকেডি/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)