গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট বন্দর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর স্কুলছাত্রী লিমা খাতুনকে (১২) উদ্ধার করেছে পুলিশ। লিমা খাতুন উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া  গ্রামের রাহেনুল ইসলাম লুলুর মেয়ে। সে ধাপেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

সোমবার ভোর রাতে সাদুল্যাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া জেলা সদরের গোরস্থানপাড়ার একটি বাসা থেকে তাকে উদ্ধার করেন। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনি মিয়া (১৭) নামের এক যুবককে আটক করা হয়।
ধাপরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ২০ জুলাই বিকাল ৫ টার দিকে ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামের আছান মিয়ার ছেলে লাভলু মিয়াসহ (২৩) ৪-৫ জন যুবক লিমা খাতুন বাড়ি থেকে কোচিংয়ে যাওয়ার পথে ধাপেরহাট বন্দর থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। এনিয়ে তার পিতা রাহেনুল ইসলাম লুল ধাপেরহাট পুলিশ ফাঁড়িতে অপহরণের অভিযোগ দায়ের করেন।
গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারীদের অবস্থান নির্ণয় করে বগুড়া সদরের গোরস্থানপাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃতা লিমাকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত রণি নামের এক যুবককে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণের মুল হোতা লাভলু মিয়া পালিয়ে যায়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জিয়া লতিফুর রহমান বিষয়টি নিশ্চত করেছেন।
(এইচআইবি/এএস/জুলাই ২১, ২০১৪)