রঞ্জন কৃষ্ণ পন্ডিত, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে নকল সার উৎপাদন ও বাজারজাত করার দায়ে সার ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। 

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ উপজেলার কুঠিবয়ড়া গ্রামের মৃত আলী আজগরের ছেলে। এসময় তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, দন্ডপ্রাপ্ত সার ব্যবসায়ি আবুল কালাম দীর্ঘদিন ধরে বাড়িতে সার নির্মাণ করে নকল সার উৎপাদন করে বাজারজাত করছিল।

এছাড়াও পূর্বে তিনি সারের ডিলার ছিলেন। কিন্তু তার ডিলারশীপের মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে যায়। তিনি ডিলারশীপ নবায়ন না করে বাড়িতে নকল সার তৈরি করতো এবং তা বাজারজাত করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা অর্থদন্ড করেন।

(আরকেপি/এসপি/জানুয়ারি ১৪, ২০১৯)