বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৭৬টি পানির ফিল্টার ও ৩৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশন মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসাবে এসব ফিল্টার ও হুইল চেয়ার তুলে দেন। সমাজ উন্নয়ন কর্মসূচীর আওতায় বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানী লিমিেিটড এসব সামগ্রী প্রদান করে।
রামপাল সুপার থারমাল বিদ্যুৎ প্রকল্পের পরিচালক এস সি পান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, মোংলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি পাল, বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, রাজনগর ইউনিয়ন চেয়ারম্যান সরদার আ. হান্নান ডাবলু প্রমুখ।

খুলনা সিটি মেয়র এর আগে এই প্রকল্পের আওতায় রাজনগর ইউনিয়ন পরিষদ অফিসে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে একদল বিশেজ্ঞ চিকিৎক রামপাল মোংলা এলাকার প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

(এসএকে/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)