গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নব নির্বাচিত এমপি প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা  হয়েছে। সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার ইকবাল হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আরম শরিফুল ইসলাম জর্জ প্রমুখ।

(এসআরডি/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)