গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিউমোনিয়া ও ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় শত শত শিশু ও বয়ঃবৃদ্ধ আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।

জানা গেছে, গত সাত দিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ রোগের বিস্তার লাভ করে শিশুসহ বয়ঃবৃদ্ধারা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

এ ছাড়া কমিউনিটি ক্লিনিক ও গ্রাম্য ডাক্তারের নিকট প্রতিনিয়ত অসংখ্য রোগী চিকিৎসা নিচ্ছে। প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ থেকে ১২ জন রোগী ভর্তি হচ্ছে।

আক্রান্তদের মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে সোহাগ (৫মাস), মাসুদ (১৪ মাস), রোমান (৭ মাস), খাইরুল ইসলাম (৪৫), আজাদ (৩৫)সহ অর্ধশত।

এ নিয়ে স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ওয়াজেদ আলী সাথে কথা হলে জানান, কনকনে ঠান্ডার কারণে প্রতিবছর এ সময় এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়।

তবে চিকিৎসা দেয়ার মত পর্যাপ্ত ঔষুধ ও স্যালাইন মজুদ রয়েছে।

(এসআইআর/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)