সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৪৭ বছর পর বিদ্যালয়হীন গ্রামে নতুন বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভবানীপুর উচ্চ বিদ্যালয় নামে নতুন ওই বিদ্যালয়টির উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। বিদ্যালয় উদ্বোধন শেষে বিদ্যালয় আঙ্গিনায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে এই সরকার। শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে। মুন্সীগঞ্জ সিরাজদিখানের জৈনসার ইউনিয়নের মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ভবানীপুরে অর্থনৈতিক কারণে কেউ যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় তাই স্বাধীনতার ৪৭ বছর পর ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।

জৈনসার ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম দুদুর সভাপতিত্বে ও প্রফেসর শেখ আমিনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী আব্দুল ওয়াহিদ মোঃ সালেহ, বিক্রমপুর কে,বি,ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সামসুল হক হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম-সাধারন সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগ সহ-প্রচার সম্পাদক ইসলাম শেখ, ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, লেখক সামসুল হক,ইছাপুরা সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দিন,উপজেলা কৃষকলীগ সভাপতি দ্বীন মোহাম্মদ লালু, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সেন্টু, সুখন চৌধুরী প্রমুখ।

(এসআরডি/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)