গাইবান্ধা প্রতিনিধি : মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় রংপুর রেঞ্জ(৮ জেলার) ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৮ সালের ডিসেম্বর মাসের "মাসিক অপরাধ ও আইন-শৃংখলা পর্যালোচনা সভায়" রেঞ্জের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের জন্য নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে রেঞ্জ ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য মহোদয় ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

৮ জেলার মধ্যে গাইবান্ধা জেলা পুলিশই মোট নয়টির মধ্যে ৫টি পুরষ্কার অর্জন করে। এর মধ্যে রেন্জের শ্রেষ্ঠ জেলা হিসাবে গাইবান্ধার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আব্দুল মান্নান মিয়া, ৪র্থ বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান, শ্রেষ্ঠ এসআই ও মাদক চোরাচালান মালামাল উদ্ধারকারী অফিসার হিসাবে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল হক,শ্রেষ্ঠ উদ্ধারকারী অফিসার হিসাবে সাদুল্যাপুর থানার মোর্শেদুল আলম ও শ্রেষ্ঠ এএসআই হিসেবে গোবিন্দগঞ্জ থানার এএসআই শওকত আলম সিদ্দিকী ৮ম বারের মত পুরস্কৃত হন।

রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব দেবদাস ভট্টাচার্য্য মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মজিদ আলী, বিপিএম(অপরাধ ও প্রশাসন),গাইবান্ধা জেলার পুলিশ সুপার প্রকৌশলী জনাব মোঃ আবদুল মান্নান মিয়া এমবিএ (আইবিএ) সহ ৮ জেলার সকল পুলিশ সুপারগন সভায় উপস্হিত ছিলেন।

(এসআইআর/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)