পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনে এডভোকেসী ও কর্মপরিকল্পনা সভা হয়েছে। 

মঙ্গলবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আনজুয়ারা সুমী।

সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার খোন্দকার সফিকুল ইসলাম, পাংশা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী জিল্লুর রহমান মোস্তফা, কসবামাজাইল ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান খান, সাংবাদিক মো. মোক্তার হোসেন ও ব্র্যাকের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহসানুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর তৈয়বুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন ডা. নিপা নন্দী।

সভায় জানানো হয়, ১৯ জানুয়ারি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) পালনে ২৬৫ কেন্দ্রে ৫৩০ জন স্বেচ্ছাসেবী কর্মী দায়িত্ব পালন করবে। ৬-১১ মাস বয়সী প্রায় দুই হাজার ৯১৬ জন শিশুকে প্রত্যেকের ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী প্রায় তেইশ হাজার ৩২৮ জন শিশুকে প্রত্যেকের ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

(এমএইচ/এসপি/জানুয়ারি ১৫, ২০১৯)