সাতক্ষীরা প্রতিনিধি : গাজায় ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে বিবেকবান সাতক্ষীরাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ সাতক্ষীরা -আশাশুনি সড়কের উপর অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বাসদের সংগঠক অ্যাড. আজাদ হোসেন বেলাল।

এসময় বক্তব্য রাখেন জেলা বাসদের সদস্য নিত্যনন্দ আমিন, অধ্যক্ষ নিমাই চন্দ্র মন্ডল, আশেক ই এলাহী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যণার্জি, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, স্বরবিন্দু মণ্ডল, সাংস্কৃতিক কর্মী হাফিজুর রহমান মাসুম, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলীনুর খান বাবুল, স্বপন কুমার শীল, সিদ্দিকুর রহমান, শেখ ইদ্রিস আলীসহ সাতক্ষীরার সুশীল সমাজের নেতৃবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, গত কয়েকদিন ধরে গাজায় শিশু, নারীসহ সাধারণ মানুষের উপর বোমা মেরে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ হত্যা বন্ধের দাবি জানান।

(আরকে/জেএ/জুলাই ২১, ২০১৪)