আগৈলঝাড়ায় পরস্পরের হামলায় ছাত্রীসহ আহত ৫
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় জমির বিরোধকে কেন্দ্র করে পরস্পরের হামলায় কলেজ ছাত্রীসহ ৫জন আহত হয়েছে। আহতদের দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আহত সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের দক্ষিণ মোল্লাপাড়া গ্রামের খলিল হাওলাদারের সাথে একই এলাকার রুহুল আমিন হাওলাদারের সাথে বাড়ির জায়গা নিয়ে দূর্ঘদিন বিরোধ চলে আসছে।
বুধবার সকালে রুহুল আমিন জোর পূর্বক বিরোধীয় জায়গায় বেড়া নির্মান করতে গেলে তাতে বাঁধা দেয়।
ঘটনার জের ধরে পরস্পরের হামলায় খলিল হাওলাদারের স্ত্রী রেহানা বেগম (৬৫), মেয়ে আফরোজা বেগম (৩৫) ও গৌরনদী ডিগ্রী কলেজের ৩য় বর্ষের ছাত্রী আরিনা আক্তার (২৪) রুহুল আমিন হাওলাদার, শিল্পী বেগম ও নয়ন হাওলাদা আহত হয়। গুরুতর আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় খলিল হাওলাদার বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
(টিবি/এসপি/জানুয়ারি ১৬, ২০১৯)