নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : “বিজ্ঞান শিক্ষাই বিজ্ঞান মনস্ক জাতি গঠনের নিয়ামক শক্তি” এ বিষয় নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শিক্ষকদের নিয়ে বিজ্ঞান বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিজ্ঞান বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, নাগরপুর সরকারী কলেজের অধ্যক্ষ রাধা বল্লভ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, নাগরপুর সরকারী কলেজের প্রভাষক (রসায়ন) মো. মনসুর রহমান, উপজেলা কৃষি অফিসার বি.এম রাশেদুল আলম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম প্রমূখ।

এসময় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার বিজ্ঞান শিক্ষকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএসআর/এসপি/জানুয়ারি ১৭, ২০১৯)