চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম কর্ণফুলী থানার সবচেয়ে আলোচিত বড় ইয়াবা মামলার পলাতক আসামি মো. মহসিন’কে গ্রেফতার করেছে পুলিশ। সে কর্ণফুলী থানার ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামী ছিল।

১৬ জানুয়ারি গভীর রাতে কক্সবাজারের খরুলিয়া নামক এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সুত্র জানান, গোপন সংবাদে মহসিনের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তথ্যমতে, কর্ণফুলী থানার একটি টিম ওসি তদন্ত ইমাম হাসানের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালায় এবং পলাতক আসামি মো. মহসিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃত আসামিকে চট্টগ্রাম মেট্টোপলিটন আদালতে হাজির করা হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

স্বীকারোক্তিতে মহসিন ঘটনার সাথে জড়িত ক’জন প্রভাবশালীর নাম উল্লেখ করেছে বলে সুত্রে জানা যায়। পুলিশ ইতোমধ্যে তাদের গতিবিধির উপর নজর রাখা শুরু করেছেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৮সালের ২৩ সেপ্টেম্বর (রাত ৯টায়) কর্ণফুলি উপজেলার শিকলবাহা দ্বীপকালারমোড়ল এলাকার বাইট্টাগোষ্ঠির কবরস্থানে অভিযান চালিয়ে ১ লক্ষ ১৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারুক (৩০) নামের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ। সে সময় বৃহৎ এই ইয়াবা চালান পাচারের সাথে মো. মহসিন জড়িত বলে জানতে পারে পুলিশ।

এ ঘটনায় পরে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উত্তর শিকলবাহা দ্বীপকালারমোড়ল এলাকার মো.ফারুক, মো.মহসিন, হেলাল, মো.সেলিম, মো.আব্দু সালাম, মো.ইউসুফ ও ওসমান সহ ৭ (সাত) জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

উল্লেখ্য, কর্ণফুলী থানার রেকর্ড অনুযায়ী এটাই ছিলো সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা।

(জেজে/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)