পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা আদি মহাশ্মশানে মাঘি পূর্ণিমা উৎসব ও ১০দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের এক প্রস্তুতি সভা শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়।

পাংশা আদি মহাশ্মশান কমিটির সভাপতি অনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় অধ্যাপক নিরঞ্জন কুমার দাস, সুশীল কুমার মুদী, সুব্রত কুমার দাস সাগর, নির্মল কুমার কুন্ডু, চিত্ত রঞ্জন কুন্ডু, শিব শঙ্কর চক্রবর্তী, সঞ্জীব কুন্ডু, দেব প্রসাদ গোস্বামী, লিটন কুমার বিশ্বাস, অজিৎ হালদার, চন্ডীচরন ঘোষ, মহন লাল আগরওয়ালা, অপূর্ব বিশ্বাস, তারাপদ অধিকারী, অচিন্ত কুমারসহ আদি মহাশ্মশান কমিটি, পূজা উদযাপন পরিষদ, নিতাই গৌর সেবাশ্রম ও সনাতন ধর্মীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক দীপক কুন্ডু। সভায় মাঘি পূর্ণিমা উৎসব ও ১০ দিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান উদযাপনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(এম/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)