নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৪তম জন্মোৎসব উপলক্ষ্যে শুক্রবার বার্ষিক উৎসব ও হিন্দু ধর্ম মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চারদিনব্যাপী কর্মসূচির মধ্যে এটি ছিল তৃতীয় দিন। এদিন সকাল ১০টায় নওগাঁ প্রণব মঠ থেকে স্মরনকালের বিশাল ধর্মীয় শোভাযাত্রা বের করা হয়। নওগাঁ প্রণবমঠের অধ্যক্ষ স্বামী দিগ্বিজয়ানন্দজী মহারাজ আনুষ্ঠানিকভাবে এই ধর্মীয় শোভাযাত্রা উদ্বোধন করেন।

এসময় নওগাঁ সেবাশ্রম সংঘের ভক্ত অধ্যাপক (অবঃ) প্রনব রঞ্জন বসাক, ডা. স্বপন কুমার হালদার, প্রকৌশলী গুরুদাস দত্ত, সত্যেন্দ্র নাথ পাল, এ্যাডভোকেট নিরাঞ্জন মন্ডল, নিখিল সাহা, খগেন্দ্র নাথ, সতীরানী বসাক, রুনু কুন্ডুসহ ৫সহস্রাধীক নারী-পুরুষ, শিশু-কিশোর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ঢল নামে।

সেখানে সৃষ্টি হয় এক মহামিলন মেলার। দুপুর ১২টায় সেবাশ্রম প্রাঙ্গনে ভজন সঙ্গীত, হরিনাম সংকীর্তন, অভিষেক, অন্নকুট ভোগ, গুরু পূজা, শিবপূজা ও কৃষ্ণপূজার পর প্রসাদ বিতরন করা হয়।

বিকেল ৩টায় আদিবাসী নৃত্য, বিকেল ৪টায় ভজন সঙ্গীত, হিন্দু ধর্মের নবজাগরনে স্বামী প্রণবানন্দের অবদান শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি কামনায় বৈদিক শান্তি যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার বিনামূল্যে চিকিৎসা সেবা, ভজন সঙ্গীত, পুরস্কার বিতরন ও শ্রীশ্রী আচার্যদেবের দোলন উৎসবের মধ্যদিয়ে অনুষ্ঠানের শেষ হবে।

(বিএম/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)