দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে খালের মাছধরার তুচ্ছ ঘটনায় সোহরাব চৌকিদার (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে একই বাড়ীর উচ্ছৃঙ্খল দুই বখাটে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের বাড়ির সামনের খালে মাছ ধরাকে কেন্দ্র করে বৃদ্ধ সোহরাপ চৌকিদারের সাথে একই বাড়ীর শাহআলম চৌকিদারের দুই উচ্ছৃঙ্খল বখাটে ছেলে হাসান চৌকিদার (৩০) ও নাসির চৌকিদারের (৩৫) কথার কাটাকাটি হয়। তর্কাতর্কির এক পর্যায়ে উত্তেজিত দু’বখাটে বাড়ির উঠানের বেড়ার লাঠি ভেঙ্গে বৃদ্ধ সোহরাব চৌকিদারকে এলোপাথারী পিটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে পালিয়ে যায়। বাড়ির লোকজন গুরুতর আহতকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর আহতের অবস্থার অবনতি ঘটতে দেখে দুপুরে তাঁকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এঘটনায় সোহরাব চৌকিদার বাদি হয়ে দুমকি থানায় একটি অভিযোগ দাখিল করেছে। পুলিশ এ অভিযোগে শাহআলম চৌকিদার নামের একজনকে আটক করেছে।

দুমকি থানার অফিসার ইনচার্য মো: মনিরুজ্জামান আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

(এস/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)