সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : আব্দুর রফিক খান চলে গেলেন না ফেরার দেশে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কেন্দুয়া উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাব রক্ষক পদে কর্মরত আব্দুর রফিক খান (৫৫) এক দিনের প্রশিক্ষণ শেষে অফিসে আর ফেরা হলোনা তার।

বুধবার রাত দেড়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জাইকার আয়োজনে ঢাকার কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ১৬ জানুয়ারি বুধবার সকাল থেকে এক দিনের প্রশিক্ষণে অংশ নেন তিনি। বিকাল ৫ টায় প্রশিক্ষন শেষ করে চলে আসেন অন্যান্য সহকর্মীদের নিয়ে ময়মনসিংহের বাসভবনে।

পারিবারিক সূত্র জানায়, রাত ১১ টার দিকে তিনি কিছুটা শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। তার মৃত্যুর কোলে ঢলে পড়ার সংবাদে জন্মস্থান কেন্দুয়া উপজেলার ছিলিমপুর গ্রাম সহ আশে পাশের গ্রাম, অফিস পাড়া ও উপজেলা সদরে সকল মহলে এক শোকের ছায়া নেমে আসে। বেলা ২টায় ছিলিমপুর গ্রামে ঈদগাঁহ মাঠে নামাজে জানাযা শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই কণ্যা, নাতী নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে আব্দুর রফিক খানের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নেত্রকোনা-৩ আসনের এম.পি অসীম কুমার উকিল, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা রোজি, উপজেলা প্রকৌশলী আল-আমিন সরকার, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমুখ।

(এসবি/এসপি/জানুয়ারি ১৮, ২০১৯)