আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় মাসব্যাপী ভলিবল খেলা প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন করা হয়েছে। উপজেলা চারটি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করছে। 

বরিশাল জেলা ক্রীড়া সংস্থার উদ্যেগে শুক্রবার বিকেলে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে মাসব্যাপী ভলিবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বিপুল চন্দ্র দাস।

এসময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সরদার হারুন-অর-রশিদ, প্রশিক্ষক মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুশান্ত মজুমদার, ভেগাই হালদার পাবলিক একাডেমীর শিক্ষক তপন সমদ্দার উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ভেগাই হালদার পাবলিক একাডেমীর ১০জন, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন, বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয়ের ৫জন ও গৈলা দাখিল মাদ্রাসার ৫জন শিক্ষার্থী অংশ গ্রহণ বরছে। প্রতিদিন ভেগাই হালদার পাবলিক একাডেমী মাঠে বিকেল ৪টা থেকে এই প্রশিক্ষন মাসব্যাপী চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

(টিবি/এসপি/জানুয়ারি ১৯, ২০১৯)