টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে আদিবাসী অধ্যুষিত এলাকায় গারো ব্যাপ্টিস্ট কনভেনশনে ১২৫ বছর পূর্তি উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। 

র‌্যালি, আলোচনা সভা, ধর্মীয় সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুশ উড়ানোর মধ্য দিয়ে এ পূর্তি উৎসব শুরু হয়। শুক্রবার রাতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন ভূটিয়া কেন্দ্রিয় মলাজানী সার্কিট অফিস প্রাঙ্গনে কনভেনশনের সভাপতি পাস্টার প্রদীপ সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক ও মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন কনভেনশনের সাধারণ সম্পাদক হারুণ সিমসাং। এর আগে সকালে একটি র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সার্কিট এলাকার বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত থেকে এ উৎসবে অংশগ্রহণ করে।

(আরকেপি/এসপি/জানুয়ারি ১৯, ২০১৯)