গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে সংর্ঘষে মোমিনুল ইসলাম (৩২) নামে একজন নিহত ও মহিলাসহ ৮ জন আহত হয়েছে।

নিহত মোমিনুল উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের কাজীপাড়া গ্রামের হামেদ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, উপজেলার কাজীপাড়া গ্রামের বদিউজ্জামানের সাথে তার সৎ ভাই লিট, মিঠু ও বাটু মিয়ার সাথে ৪০ শতক জমির ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।

গত শনিবার বিকেলে বিবাদমান জমিতে বদিউজ্জামান ও তার ছেলে মোমিনুল, মোনারুল, আব্দুল ওয়াহেদ ছোট সহ জমির আইল কাটতে গেলে অপর পক্ষের লোকজন তাতে বাঁধা দেয়। ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে মোমিনুল (৩২), জুলহাস (৪২), বদিউজ্জামান (৬৫), ফটু মিয়া (৩২), ওয়াহেদ (৫২), মিঠু মিয়া (৩০), আফরোজা বেগম (৩২), লিটন (২২) ও নাহিদ (৩৫) মারাত্মক আহত হয়। আহতদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৯টার দিকে মোমিনুল মারা যায়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় জুলহাসকে রাতেই ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসআরডি/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)