আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নীরব মন্ডল নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার রাজাপুর এলাকার ত্রিমুখী বাজার সংলগ্ন নারায়ণ তালুকদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এসময় মোটর ইকেল আরোহী দু’জন গুরুতর আহত হয়।

নিহত নীরব আগৈলঝারা উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ী গ্রামের প্রফুল্ল মন্ডলের ছেলে। স্থানীযরা জানায়, শিশুটি দুর্ঘটনার সময় রাস্তা পারাপারের জন্য দৌড় দিলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

মোটরসাইকেল তাকে ধাক্কা য় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করেন।

(টিবি/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)