পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার কুমিরমাড়া-বেকুটিয়া ফেরি ঘাটের এ্যাপ্রোজে ট্রাক আটকে যাওয়ায় ১৬টি রুটের যান চলাচলা বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে ১৬ রুটের যাত্রীরা।

জানা গেছে রবিবার রাত ১২টা থেকে বেকুটিয়া পাড়ের এ্যাপ্রোজে দুইটি ট্রাক আটকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আর এ কারনে পিরোজপুর থেকে দেশের ১৬টি রুটের যান চলাচল বন্ধ হয়ে গেছে। রবিবার রাত ১২টা থেকে সোমবার বিকেল পর্যন্ত ফেরি সচল করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেরীর ইজারাদার প্রতিনিধি আজমীর হোসেন জানান, দীর্ঘদিন থেকে এ্যাপ্রোজের কাজ বন্ধ রয়েছে। ঝুঁকি নিয়ে ফেরিতে যানবাহন ওঠা নামা করছে। এছাড়া ফেরি মাসের মধ্যে তিন চারবার বিকল হয়ে থাকে। বরিশাল ফেরি ডিভিশনের কর্মকর্তাদের চরম উদাসীনতা ও গাফিলতির কারণে এ সমস্যায় পড়তে হচ্ছে। বরিশাল থেকে খুলনা এবং খুলনা থেকে বরিশাল রুটের যাত্রীরাও পড়েছেন চরম বিপাকে।

এদিকে ফেরীর অপেক্ষায় কুমিরমাড়া ও বেকুটিয়ার দুই প্রান্তে খুলনা ও বরিশালসহ প্রায় ১৬টি রুটের শত শত পণ্যবাহী ট্রাকসহ বাস ও অন্যান্য যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরি সচল করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(এসএ/জেএ/জুলাই ২১, ২০১৪)