স্টাফ রিপোর্টার : লিও ক্লাব অব ঢাকা এলিগেন্ট ফ্লাওয়ার, লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন স্টার এবং লিও ক্লাব অব ঢাকা ইউনিভারসিটি এলিগেন্টের যৌথ উদ্দ্যগে গতকাল (১৯ জানুয়ারি) রাতে ঢাকার ফার্মগেট, কাওরান বাজার, মালিবাগ, গুলিস্তান সহ অন্যান্য স্থানে ফুটপাতে ঘুমন্ত গৃহহীন দু:স্থ অসহায় মানুষের মাঝে প্রায় তিন শতাধিক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের জেলা ৩১৫.বি১ বাংলাদেশ এরমাননীয় ২য় ভাইস জেলা গভর্নর লায়ন দেওয়ান নাসিরুল হক (এম.জে.এফ) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসি ও প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ।

এর মধ্যে লায়ন মোনুরুল ইসলাম মোল্লা, লায়ন মো: ফারুক, লায়ন মোসতফা কামাল, লায়ন তোফাজ্জল, লায়ন অধ্যক্ষ হাবিবুর রহমান, লায়ন আজহারুল ইসলাম, লায়ন তানভীর আহমেদ, লায়ন আবুল হাসান মিলন, লায়ন ফাতেমা, লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন আশিকুজ্জামান ইমন।

উপস্থিত ছিলেন জেলা সভাপতি লিও মো: জাকির হোসেন, ঢাকা গোল্ডেন স্টার লিও ক্লাবের সভাপতি লিও মো: আব্দুলমোমেন জীবন, সহ-সভাপতি লিও ফরহাদ রেজা আপন, ঢাকা এলিগেন্ট ফ্লাওয়ার লিও ক্লাবের সভাপতি লিও মামুন চৌধুরী, সহ-সভাপতিলি ও আরিফ হোসেন, প্রাক্তন জেলা সহ-সভাপতি লিও সাবরিনা।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারন সম্পাদক লিও মহিউদ্দিন মাহি, ক্যাম্প চেয়ারম্যান লিও আব্দুর রহিম রাজু। উপস্থিত ছিলেন লিও সদস্য লিও ইকবাল মাহমুদ, লিও হাসানুরর হমান, লিও নাজমুল ইসলাম, লিও সুবল শিকদার, লিও সাদ্দাম হোসেন, লিও নাহিদ, লিও জহিরুল ইসলাম, লিও নাদিম, লিও রাব্বি, লিও সম্রাটসহ আরো অনেক লায়ন এবং লিও বৃন্দ।

উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব, দৈনিক প্রথম আলো, দৈনিক জনতা এবং মাইটিভি'র সাংবাদিকবৃন্দ ও ফটোগ্রাফার শফিক এহসান।

অনুষ্ঠান সফল ও সার্থকভাবে সম্পন্ন করায় সকলকে আন্তরিক ধন্যবাদ ও আগামীতে এমন সেবা মুলক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত ও সকলের দীর্ঘায়ু কামনা করেন আয়োজকবৃন্দ।

(পিআর/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)