সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : নেত্রকোনার কেন্দুয়ায় বলাইশিমুল ইউনিয়নের বলাইশিমুল গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামীলীগ নেতা মৃত আব্দুল হাই তারা মিয়ার ছেলে শরিফ (২৫) নামের এক যুবককে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করা হয়েছে। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে শনিবার বিকেলে তাকে মারাত্বক ভাবে আহত করে।

আশংকা জনক অবস্থায় তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনায় রোববার আহত শরিফের মা হেলেনা আক্তার বাদী হয়ে একই গ্রামের সুমন মিয়া, জুলেখা আক্তার, পিয়াস, মিনা আক্তার, পায়েল, মজিবুর সহ ৬ জনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, বলাইশিমুল ইউনিয়ন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল হাই তারা মিয়া গত ১৬ ডিসেম্বর মারা যান। ছেলে শরিফ তার বাবার চল্লিশার মিলাদের বাজার করে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আলাউদ্দিন মিয়ার ছেলে সুমন মিয়া একই গ্রামের কেনু মিয়ার ছেলে জনিকে মারপিট করতে উদ্যত হয়। শরিফ এর প্রতিবাদ জানালে দুজনের মধ্যে বাক বিতন্ডার সৃষ্টি হয়। পরে বিবাদী মিনা আক্তারের বসত বাড়ির উত্তর পাশের রাস্তার ওপর ৫/৬ জন ধারালো অস্ত্র দিয়ে শরিফকে ব্যারিকেট দিয়ে এলোপাথাড়ী কুপিয়ে মারাত্বক রক্তাক্ত জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার পারিবারিক সূত্র জানায়, শরিফের অবস্থা আশংকাজনক।

শরিফের মা হেলেনা আক্তার বলেন, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক জখম করেছে। আমি হামলাকারীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছি। শরিফের অবস্থা এখনো আশংকাজনক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তিনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কেন্দুয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) রুকন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্রিকেট খেলার ঘটনাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। অভিযোগটির তদন্ত শুরু করেছি। যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(এসবি/এসপি/জানুয়ারি ২০, ২০১৯)