স্পোর্টস ডেস্ক, ঢাকা : ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র ক্রিস্টিয়ানো এখনো জানে না কে তার মা। রোনালদোর পারিবারিক সূত্র থেকে এমন খবর জানা যায়। গত সপ্তাহে রোনালদোর মা দোলোরেস আভেইরো তার একটি আত্মজীবনী প্রকাশ করেছেন। সেখানে তিনি রোনালদোর জন্ম নিয়ে বেশ কিছু কথা লিখেছেন। আর এবার রোনালদোর বোন এলমা তার ভাইয়ের ছেলেকে নিয়ে বললেন।

এলমা বলেন, ক্রিস্টিয়ানিনহো (রোনালদোর ছেলে) মাঝে মাঝে তার মায়ের কথা আমাকে জিজ্ঞেস করে। একদিন আমি তাকে বলেছিলাম, তোমার মা স্বর্গে রয়েছেন। কিন্তু আমার মা এবং আমার ভাই পুনরায় এমনটি বলতে বারন করে দেন।
তিনি আরো বলেন, এখন আমরা দেখতে পাই মায়ের কথা সে আর বলে না, মায়ের কথা হয়তো সে ভুলেই গেছে।

দোলারেস তার আত্মজীবনীতে লিখেছেন, যখন দ. আফ্রিকায় ২০১০ সালের বিশ্বকাপ চলছিল, তখন রোনালদো আমাকে বলেছে যে সে বাবা হতে চায়। সে আরো বলে আমি একটি সন্তানের জন্ম দিতে চাই, তাকে মানুষ করতে চাই। আর তার জন্য তোমার সাহায্য কামনা করছি। তুমি তাকে শিক্ষিত করে তুলবে, ভালবাসা দিবে, যে রকম আমাদের ভাইবোনদের দিয়েছ।

(ওএস/পি/জুলাই ২১, ২০১৪)