মাগুরা প্রতিনিধি : উপজেলা পরিষদ নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে শালিখা উপজেলার সর্বত্র। ইতিমধ্যেই শুরু হয়েছে সাম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাঁপ। প্রার্থীরা ছুটেবেড়াচ্ছেন দলীয় নেতা কর্মীদের সমর্থন পাওয়ার আশায় উপজেলার এ প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্তু। শালিখার সম্ভাব্য প্রার্থীদের প্রচার প্রচারনা দেখা যাচ্ছে তার মধ্যে উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোঃ সাব্বিরহোসেন বিপ্লব। 

সাব্বির হোসেন বিপ্লব ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত হন। তিনি ১৯৯৯-২০০২ সাল পর্যন্তু আড়পাড়া ডিগ্রী কলেজে ছাত্রলীগের নেতৃত ¡দেন। এর পর ২০০৬-২০১৫ সাল পর্যন্তু শালিখা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন এবং অদ্রাবধি পর্যন্তু আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। তার পিতা মোঃ সিরাজ উদ্দিন মন্ডল শালিখার তালখড়ি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ।এছাড়া তিনি ১৯৭৯ সাল থেকে অত্র ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি দ্বায়িত্ব পালন করছেন।

এছাড়া তিনি মাগুরাজেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য হিসেবে কাজ করছেন। সাব্বির হোসেন বিপ্লব সর্ম্পকে তৃণমূল নেতাকর্মীরা বলেন- তিনি একজন সফল তরুন আওয়ামীলীগ কর্মী। সাধারন জনগনের সঙ্গে রয়েছে তার খুবই নিবিড় সর্ম্পক। তৃণমূল নেতাকর্মীদের সাথেও রয়েছে গভীর সর্ম্পক। এ তরুননেতাকে মনোনয়ন দিলে উপজেলাসহদেশের সার্বিক উন্নয়ন সম্ভব বলে তৃণমূলেরনেতাকর্মীরা মনে করেন।

সাব্বিরহোসেন বিপ্লব বলেন, অতীত এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় তৃণমূল নেতাকর্মী তাকেযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে। তিনি বলেন মাননীয় প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাজেলা আওয়ামীলীগেরনেতৃবৃন্দের মাধ্যমে জনমত জরিপের ভিত্তিতে তার উপরে আস্থা রেখে দলীয় মনোনয়ন প্রদান করবেন। তার বিশ্বাস তিনি নির্বাচনে বিজয় লাভ করে উপজেলার সার্বিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতিদান দিতে পারবেন।

(ডিসি/এসপি/জানুয়ারি ২১, ২০১৯)