গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে সেচের সিরিয়াল নিয়ে বিবাদকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই শিশু আহত হয়। গুরুত্বর আহত শিশু হৃদয় (১৩)কে মূমুর্ষূ অবস্থায় রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে সে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে।

শনিবার (১৯ জানুয়ারি) বিকালে গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউপির গোবিন্দপুর বাজার সংলগ্ন স’মিলের সামনে স্থানীয় নেকবর আলী গং (৪৮) এর নেতৃত্বে এ অমানবিক হামলার ঘটনাটি ঘটে। এতে আহতরা হলো মইলাকান্দা ইউনিয়নের বড় কালিহর গ্রামের সাইদুল ইসলামের ছেলে ৭ম শ্রেণির ছাত্র মো. হৃদয় মিয়া (১৩) ও ৫ম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম অন্তর (১০)। হামলায় আহত দু’সহোদর শিশুর মাঝে অন্তর শঙ্কামুক্ত হলেও মাথায় জখমী হৃদয়ের অবস্থা আশংকাজনক। হৃদয়কে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওইদিন রাতে তাকে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহত শিশুদের বাবা সাইদুল ইসলাম জানান, শনিবার দুপুরে তার দুই ছেলে বোর ক্ষেতে সেচ দিতে যায়। এ সময় পানির সিরিয়াল নিয়ে নেকবর আলীর ছেলে সায়মনের (১৯) সঙ্গে তার দুই ছেলের কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকালে স্থানীয় গোবিন্দপুর বাজারে যাওয়ার সময় স’মিলের সামনে নেকবর আলী, তার দুই ছেলে মনজুল ও সায়মন দেশীয় অস্ত্র নিয়ে হৃদয় ও অন্তরের ওপর অতর্কিতে হামলা চালায়। এ সময় রামদা দিয়ে কুপিয়ে হৃদয়ের মাথায় রক্তাক্ত জখম ও অন্তরকে পিটিয়ে আহত করা হয়।

(এসআইএম/এসপি/জানুয়ারি ২১, ২০১৯)