পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলী রোববার রাত ৮টার দিকে উপজেলার সরিষা ইউপির পারডেমনামারা আশ্রয়ন প্রকল্প, বৃত্তিডাঙ্গা আদিবাসী ও সরিষা ঋষিপাড়া গ্রামের শীতার্ত হতদরিদ্র ২৫০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত কম্বল বিতরণ করেন।

এ সময় রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, পাংশা উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুল আলীম, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার ও কসবামাজাইল ইউপির চেয়ারম্যান মো. কামরুজ্জামান খান প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. শওকত আলী বলেন, সমাজের হতদরিদ্র পরিবারের লোকজনের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে। পরিবারের সকলে যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারেন সে লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। হতদরিদ্র পরিবারের সকলের মঙ্গল কামনা করেন তিনি।

জানা যায়, জেলা প্রশাসক মো. শওকত আলী প্রথমে সরিষা ইউপির পারডেমনামারা আশ্রয়ন প্রকল্পের দরিদ্র বসিন্দা, এরপর বৃত্তিডাঙ্গা বাজারের পাশে অবস্থিত হতদরিদ্র আদিবাসী ও সরিষা গ্রামের হতদরিদ্র ঋষিপাড়া গ্রামের শীতার্ত নারী-পুরুষ লোকজনের মাঝে কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসকের হাত থেকে কম্বল পেয়ে শীতার্ত হতদরিদ্র পরিবারের লোকজনের মুখে হাঁসি ফুটে ওঠে।

(এমএইচ/এসপি/জানুয়ারি ২১, ২০১৯)